সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানির্বাচন কমিশনের নির্দেশক্রমে শ্রীনগর থানার ওসি প্রত্যাহার

নির্বাচন কমিশনের নির্দেশক্রমে শ্রীনগর থানার ওসি প্রত্যাহার

ইব্রাহীম আহমেদ ইমন, বিশেষ প্রতিনিধিঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জ নির্বাচন অফিস থেকে নয়, ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে ওসির বিরুদ্ধে কোনও প্রার্থীর অভিযোগ নেই।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহার করার নোটিশ পাওয়ার ফলে তিনি জেলা সদরে গেছেন। প্রত্যাহারের পর তার ফোনে যোগাযোগের চেষ্টা করলে,কারও ফোন তিনি রিসিভ করছে না,তার আকস্মিক প্রত্যাহারে সিদ্ধান্ত হওয়ায়, স মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছে।

আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট