


নোয়াখালী প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন পরিষদে,ইউনিয়ন উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা সভা এবং বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্ল্যাহ,হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক, আলেমসমাজ, শিক্ষক, সহ আরও অনেকে।
সভায় বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ,নারী নির্যাতন,ইভটিজিং,বাল্য বিবাহ বিরোধী অপরাধ মূলক কাজ থেকে নির্মূল করার উদ্দেশ্যে তুলে ধরেন এবং এ সকল বিষয়ে এলাকার লোকজনকে সজাগ থাকতে হবে।সকলে এগিয়ে আসতে হবে,তাহলে সম্ভব হবে বলে মনে করেন বক্তাগণ।
সভায় সভাপতিত্ব করেন চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আজাদ।