


জি এম শাকিল ;- বাংলাদেশে ৪২১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৯তম এবং চট্রগ্রাম বিভাগে একশ স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে রোগী ভর্তি, চিকিৎসা সেবা ও বিভিন্ন বিষয়ে ২য় স্থান অধিকার করেছে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ বলেন,গত মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাসিক গ্রেডিং অনুযায়ী গত আগস্ট মাসের পর্যালোচনায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্রগ্রাম বিভাগের ২য় স্থানে এবং সারাদেশে ২৯তম স্থানে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম তার প্রতিক্রিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স সহ সকল কর্মকর্তা-কর্মাচারিকে ধন্যবাদ জানিয়ে আরো বেশী দায়িত্বশীল হওয়ার ও সেবার মান বাড়াতে আহ্বান জানিয়েছেন।