


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিসিজি স্টেশান হাতিয়া কোস্ট গার্ড দক্ষিণ জোন।
আজ বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার ৯ নং বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী খাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে মোঃ আরিফ (২৬) নামের এক ইয়াবা কারবারিকে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করে কোস্ট গার্ড টিম।
স্থানীয়রা জানান ,আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোঃআরিফ ৯ নং বুড়িরচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ আবুল হাশেম এর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানান এলাকাবাসী।
হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমাদের কোস্ট গার্ডের টিম বিশেষ অভিযান চালিয়ে মোঃ আরিফ (২৬) কে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। এছাড়াও তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা, বন-দস্যুতা ও ডাকাতি দমন,মৎস্য সম্পদ রক্ষা এবং জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের এমন তৎপর ভুমিকা অব্যাহত আছে এবং ভবিষ্যতে ও থাকবে।