


জি এম শাকিল ;- চাটখিল উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আজ বুধবার দুপুরে অভিভাবক সমাবেশ কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ প্রকৌশলী এস.এম হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন।
বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া।
সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকে খোরশেদ আলম শিক্ষার্থীদের পক্ষ থেকে রূপা আক্তার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, ইউ.পি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন বলেন, মোবাইল ফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যে কল্যানে তৈরি হয়েছে মানুষ যেন সে কল্যানেই এটি ব্যবহার করে। তিনি অভিভাবকদের প্রতি অাহবান করে বলেন, তথ্য-প্রযুক্তি এই যুগে আপনার সন্তানও যেন সঠিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে। কোনভাবেই যেন এটির অপব্যবহার না করে সেদিকে খেয়াল রাখতে তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর আতাউর রহমান।
এদিকে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন সকালে চাটখিল পৌরসভা ও চাটখিল থানা পরিদর্শন করেন ও চাটখিল উপজেলায় সকল গ্রাম-পুলিশের মাঝে সাইকেল ১ টা করে প্রত্যককের মাঝে বিতরণ করেন।