সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাশ্রীনগরে আগুনে পুড়লো ৩দোকান, দেরিতে পৌঁছানোর অভিযোগে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর

শ্রীনগরে আগুনে পুড়লো ৩দোকান, দেরিতে পৌঁছানোর অভিযোগে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর

ইব্রাহীম আহমেদ ইমন,বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরের আটপাড়ায় অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার(২৫ শে অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এদিকে অগ্নিকান্ডের সময় ঘটনাস্থলে দেরিতে পৌছানোর অভিযোগে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাংচুর করেছে এলাকাবাসী।ফায়ার সার্ভিসের গাড়ি দেরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ক্ষুব্ধ হয়।এই ক্ষুব্ধ জনতার রোষানলে আগুন নেভানোর কাজে অংশ নিতে না পেরে বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে ফেরত আসতে হয়েছে ফায়ারসার্ভিসের সদস্যদের।

স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, রাত তিনটা ১০মিনিটের দিকে হঠাৎ উপজেলার বাড়ৈগাও এলাকার একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পাশের দোকান গুলোতে। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় চায়ের দোকান সহ পাশের ১টি কম্পিউটার ও একটি কসমেটিকসের দোকান। এসময় আগুন নিভানোর কাজে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়, তবে দেরিতে পৌছানোর অভিযোগ করে উত্তেজিত লোকজন গাড়িতে ঢিল ছুড়ে ভাংচুর চালায়।এতে বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে ফেরত আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এরমধ্যেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।অগ্নিকান্ডে ৫-৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে,প্রাথমিকভাবে জানা যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন জানান, রাত ৩টা ২২মিনিটে আমরা অগ্নিকাণ্ডের কল পাই। ঘটনাস্থল কাছাকাছি ছিলো। আমরা পৌছাই ৩টা ৩৪মিনিটে। তবে বাজারে জড়ো হওয়া প্রচুর সংখ্যক উত্তেজিত জনতার কারনে আগুন নেভানোর কাজ করা যায়নি।তারা ফায়ার সার্ভিসের গাড়িতে ঢিল ছুড়ে, ভাঙচুর চালায়।গাড়ির একপাশের কাঁচ ভেঙে যায়।পরিস্থিতি বেসামাল দেখে উপস্থিত পুলিশ সদস্যদের পরামর্শে ফিরে আসতে হয়েছে। আগুন নেভানোর কাজে অংশ নেওয়া যায়নি।পরবর্তীতে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট