


নভেম্বর ১৬: স্থানীয় সময় গতকাল (বুধবার) সান ফ্রান্সিসকোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ওপর বেশ গুরুত্ব দেয় আন্তর্জাতিক সমাজ। এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মুখপাত্র বলেন, দু’দেশের শীর্ষ নেতৃবন্দ গভীরভাবে মতবিনিময় করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেছেন। বৈঠকে একটি ভবিষ্যত-ভিত্তিক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছে এবং চীন-মার্কিন সম্পর্কের সুস্থ, স্থিতিশীল ও টেকসই উন্নয়নের জন্য একটি ব্লুপ্রিন্ট পাওয়া গেছে।
তিনি বলেন, এটি একটি ইতিবাচক, ব্যাপক ও গঠনমূলক বৈঠক, যার কৌশলগত তাত্পর্য ও সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এটি আজকের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ঘটনা এবং অবশ্যই চীন-মার্কিন সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।
মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট সি চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নতির বিষয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সঠিক বোঝাপড়ার জন্য কাজ করা; যৌথভাবে নিজেদের মতপার্থক্য মোকাবিলা করা; যৌথভাবে পারস্পরিক কল্যাণে কাজ করা; এবং নিজেদের মধ্যে সংস্কৃতিসহ অন্যান্য ক্ষেত্রে বিনিময় বাড়ানো।
মাও নিং জানান, চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠকে ২০টিরও বেশি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।