


নভেম্বর ১৬: আগামী ১৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত, মার্কিন চেম্বার মিউজিক সোসাইটি অফ লিঙ্কন সেন্টার আবারও চীন সফর করবে। সফরকালে ছয়টি শহরে মোট আটটি কনসার্ট আয়োজিত হবে।
যে ৬টি শহরে কনসার্ট আয়োজিত হবে, সেগুলো হচ্ছে: হংকং, শেনচেন, শাংহাই, নানচিং, বেইজিং, এবং থিয়ানচিন। সোসাইটির নেতৃত্ব দেবেন পিয়ানোবাদক উ হান এবং সেলিস্ট ডেভিড ফিঙ্কেল, যিনি লিংকন সেন্টারের চেম্বার মিউজিক সোসাইটির সহ-শৈল্পিক পরিচালক। সঙ্গে আরও চার শিল্পীও থাকবেন। লিঙ্কন সেন্টারের চেম্বার মিউজিক সোসাইটি প্রথম চীন সফর করে ২০১৫ সালে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।