


নভেম্বর ১৬: নবম চীন আন্তর্জাতিক কপিরাইট এক্সপো আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে অনুষ্ঠিত হবে।
এবার এক্সপোর প্রদর্শনী এলাকার আয়তন ৫২ হাজার বর্গমিটার। ২০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। প্রদর্শনী চলবে অফলাইন ও অনলাইনে।
এক্সপোর মূল প্রতিপাদ্য: ‘কপিরাইট নতুন যুগে নতুন উন্নয়নকে শক্তিশালী করে’। এক্সপোতে একটি আন্তর্জাতিক কপিরাইট মূল ফোরাম, ২টি আন্তর্জাতিক কপিরাইট উপ-ফোরাম, ১১টি থিম ফোরাম এবং ৬টি সহায়ক কার্যক্রম চলবে।
২০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল, এবং কম্বোডিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তানের কপিরাইট কর্তৃপক্ষের কর্মকর্তারা এক্সপোতে অংশগ্রহণ করবেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।