


নভেম্বর ১৫: ভূ-রাজনৈতিক ঝুঁকির মুখে, ইউরোপে চীনা কোম্পানিগুলো অর্থনৈতিক ধাক্কার পরীক্ষা সহ্য করছে এবং স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে চীনা চেম্বার অফ কমার্স এবং পরামর্শক সংস্থা রোল্যান্ড বার্গার কর্তৃক যৌথভাবে প্রকাশিত গতকাল (মঙ্গলবার)-এর বার্ষিক রিপোর্টে এ মন্তব্য করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেন ইস্যু ও জ্বালানি সংকট কর্পোরেট উত্পাদন-ব্যয় বৃদ্ধি করেছে। তবে, সবুজ উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের মতো প্রবণতাগুলো উন্নয়নের সুযোগও এনে দিয়েছে।
রিপোর্ট অনুসারে, জরিপে অংশগ্রহণকারী ১৮০টি চীনা কোম্পানি ও প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯০ শতাংশের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ ইউরোপে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে।
রিপোর্ট বলছে, চীনা বিনিয়োগ ইইউ-তে কর্মসংস্থান সৃষ্টি করছে এবং ইইউ-র প্রযুক্তিগত উদ্ভাবনের সম্ভাবনা বাড়িয়ে যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর ৬৩ শতাংশ বিশ্বাস করে যে, ইইউ-র কৌশল তাদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
ইউরোপীয় ইউনিয়নে চায়না চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সু ছেন বলেন, চীন ও ইইউ একে অপরের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’পক্ষের বাণিজ্যের পরিমাণ গত বছর নতুন উচ্চতায় পৌঁছায়। দ্বিপক্ষীয় বাণিজ্যে ফটোভোলটাইক, ব্যাটারি ও বিদ্যুতচালিত যানবাহনের মতো সবুজ পণ্যের অংশ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।