


নভেম্বর ১৪: তাইওয়ান প্রণালীর দু’তীরের শিল্পপতি সম্মেলনের দশম বার্ষিকীতে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।
বার্তায় তিনি বলেন, দু’তীরের অর্থনীতি গণপ্রজাতন্ত্রী চীনের অর্থনীতি; দু’তীরের বাসিন্দারা এক অভিন্ন স্বার্থের কমিউনিটি। শিল্পপতি সম্মেলন হচ্ছে দু’তীরের শিল্পপ্রতিষ্ঠান এবং শিল্প ও বাণিজ্য মহলের বিনিময় ও সহযোগিতার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা দু’তীরের অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া এবং দু’তীরের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, দশম শিল্পপতি সম্মেলন দু’তীরের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং শিল্প ও বাণিজ্য মহলকে ঐক্যবদ্ধ করে, গণপ্রজাতন্ত্রী চীনের অর্থনীতির উন্নয়নে, জনসাধারণের জন্য নতুন কল্যাণ সৃষ্টিতে, এবং মাতৃভূমির ঐক্যবদ্ধ অগ্রগতিতে নতুন অবদান রাখবে বলে আশা করা যায়।
সি চিন পিং আরও বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের মহান পুনরুত্থান বাস্তবায়ন দু’তীরের অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা সৃষ্টি করবে। তাই, পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নে দু’তীরের বাসিন্দাদের যৌথভাবে সংগ্রাম করতে হবে।
উল্লেখ্য, এবারের শিল্পপতি সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘নতুন পরিস্থিতিতে সম্পর্কোন্নয়ন এবং উচ্চ গুণগত মানের উন্নয়ন’। আজ (মঙ্গলবার) চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে এ সম্মেলন শুরু হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।