


নভেম্বর ১৩: ২০২৭ সালের শেষ নাগাদ চীনের চিয়াংসু প্রদেশে নতুন করে সামুদ্রিক বায়ুশক্তি এবং সামুদ্রিক ফটোভোলটাইকের দুটি কোটি কিলোওয়াট পর্যায়ের দূষণমুক্ত জ্বালানিকেন্দ্র প্রতিষ্ঠিত হবে। আজ (সোমবার) প্রদেশটির উন্নয়ন ও সংস্কার কমিটি এ তথ্য জানায়।
চিয়াংসুর বিদ্যুত লিমিটেড কোম্পানির উন্নয়ন বিভাগের পরিচালক ছেং লিয়াং বলেন, প্রদেশের দক্ষিণ ও উত্তর অঞ্চলে দূষণমুক্ত জ্বালানির চাহিদা মেটাতে এবং কার্যকরভাবে নতুন দূষণমুক্ত জ্বালানি খাতে ব্যয় কমাতে, স্থল ফটোভোলটাইট, সামুদ্রিক ফটোভোলটাইট, এবং সামুদ্রিক বায়ুশক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।