


‘
নভেম্বর ১২: চীনের জাতীয় ডাক ব্যুরোর তথ্যানুসারে, চলতি বছরের পয়লা থেকে ১১ নভেম্বর পর্যন্ত, গোটা চীনে এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ছিল ৫২৬.৪ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.২২ শতাংশ বেশি। আর, ‘ডাবল ইলেভেন’-এর একদিনে, তথা ১১ নভেম্বর, গোটা চীনে এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ছিল ৬৩.৯ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৭৬ শতাংশ বেশি।
চীনের জাতীয় ডাক ব্যুরোর বাজার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক পিয়ান চুও তুং বলেন, চলতি বছর দেশের এক্সপ্রেস শিল্পে ব্যস্ততম দুটি দিন ছিল পয়লা নভেম্বর ও ১১ নভেম্বর। চীনের ভোগবাজার চাঙ্গা হবার এবং সার্বিকভাবে অর্থনীতি ভালোর দিকে যাওয়ার প্রমাণ এটি।
তিনি বলেন, ডাক এক্সপ্রেস ও ইলেক্ট্রোনিক বাণিজ্য, কৃষির আধুনিকায়ন, এবং আধুনিক নির্মাণ শিল্পের কারণে এবারের ‘ডাবল ইলেভেনে’ দেশে অনলাইন শপিংয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।