


অক্টোবর ২৭: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (শুক্রবার) পরিসংখ্যানে জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে গোটা চীনে বড় আকারের শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৭ শতাংশ বেড়েছে। পাঁচটি প্রান্তিক হ্রাস পাওয়ার পর থেকে প্রথমবারের মতো তা বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে।
পরিসংখ্যানে বলা হয়, প্রথম নয় মাসে গোটা চীনে বড় আকারের শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কম হয়েছে। এই হার বছরের প্রথমার্ধ এবং প্রথম প্রান্তিকের তুলনায় আলাদাভাবে ৭.৮ ও ১২.৪ পয়েন্ট কম। এর মধ্যে সেপ্টেম্বরে উল্লেখিত শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১১.৯ শতাংশ বেশি। যা পরপর দুই মাসে দুই অঙ্কের প্রবৃদ্ধি বাস্তবায়ন করেছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।