


অক্টোবর ২৬: আজ (বৃহস্পতিবার) সকালে শেনচৌ ১৭নং মানুষবাহী উড্ডয়ন মিশনের নভোচারী ক্রু’র যাত্রা শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান চিউছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্রে আয়োজন করা হয়েছে।
সকাল ৮টা ২৬ মিনিটে চীনের মানুষবাহী মহাকাশ প্রকল্পের মহাব্যবস্থাপক সু সুয়ে ছিয়াং ‘যাত্রা-শুরুর’ নির্দেশ দেন। এবারের যাত্রায় অংশগ্রহণকারী তিনজন নভোচারী হচ্ছেন থাং হুং পো, থাং শেংচিয়ে ও চিয়াং সিনলিন।
এদিকে, শেনচৌ ১৬নং মিশনের ক্রু-গণ মহাকাশ স্টেশনে পাঁচ মাস ধরে অবস্থান করছেন। তারা শেনচৌ ১৭নং নভোচারীদের অভ্যর্থনা জানাবেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।