


অক্টোবর ২৫: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (মঙ্গলবার) বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের সার্বিক যুদ্ধবিরতি এগিয়ে নেওয়াকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের অপ্রতিরোধ্য দাবির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের উচিত স্পষ্ট ভাষায় দ্রুত যুদ্ধবিরতির অনুরোধ জানানো। গাজা অঞ্চলে ১৫ দিনের মতো বিদ্যুত্ সম্পূর্ণ বন্ধ রয়েছে, পানি ও গ্যাস সরবরাহও বন্ধ হয়েছে, খাদ্য ও ওষুধসহ নিত্যদিনের সামগ্রী দ্রুত শেষ হয়ে যাবে। ফিলিস্তিন ও ইসরাইলের নতুন সংঘর্ষে নিরীহ নাগরিকদের জীবন কষ্টকর হয়ে পড়েছে। নিরাপত্তা পরিষদের উচিত আন্তর্জাতিক আইনি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে নিরীহ নাগরিকদের সহিংসতা ও হামলার তীব্র নিন্দা জানানো এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।