


অক্টোবর ২৫: চীনের নিরস্ত্রীকরণ রাষ্ট্রদূত শেন চিয়ান গতকাল (মঙ্গলবার) ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির সম্মেলনে অংশ নিয়েছেন। উন্নয়নশীল দেশগুলোর শান্তিপূর্ণ বৈজ্ঞানিক অধিকার রক্ষা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ‘শান্তিপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার প্রস্তাব’ গৃহীত হওয়ার দুই বার্ষিকী উপলক্ষ্যে এই প্রস্তাবে আরও জোর দিয়ে বলা হয়, নতুন সময় শান্তিপূর্ণভাবে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করা, বিভিন্ন দেশ- বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে অধিক থেকে অধিকতর গুরুত্ব হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।