


অক্টোবর ২৪: সম্প্রতি ডারউইন বন্দর প্রকল্পের নিরাপত্তা-সংক্রান্ত তত্ত্বাবধানকাজ শেষ হওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি দেশটি চীনের সঙ্গে ওয়াইন-সহ অন্যান্য বিষয়ে বাণিজ্যিক বিরোধ দূর করার চেষ্টা করবে। এ সম্পর্কে আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদদাতাদের প্রশ্নের জবাবে বলেন, এ প্রকল্পে অস্ট্রেলিয়ার আচরণ পর্যবেক্ষণের পর স্বাগত জানায় চীন। অস্ট্রেলিয়ায় চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করেন তিনি।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মাও নিং বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে অব্যাহতভাবে সংলাপ ও পরামর্শের মাধ্যমে সুষ্ঠুভাবে পারস্পরিক মতভেদ দূর করে দু’দেশের সম্পর্ককে আরও উন্নত করতে চায় চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।