


অক্টোবর ২৪: আয়ারল্যাণ্ডের কৃষি, খাদ্য ও সমুদ্র-বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ফুচিয়ান প্রদেশের উপ-সম্পাদক লুও তুং ছুয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আয়ারল্যাণ্ড সফর করেছে। তারা পৃথক পৃথকভাবে আয়ারল্যাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে দেখা করেছেন।
দু’পক্ষ জানায়, চীন ও আয়ারল্যাণ্ডের সহযোগিতামূলক উন্নয়নের প্রবণতা সুষ্ঠুভাবে চলছে, কৃষি, সংস্কৃতি, পর্যটন, শিক্ষা ও আঞ্চলিক তত্পরতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহী দু’পক্ষ; যাতে যৌথভাবে জলবায়ু পরিবর্তন-সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।