


অক্টোবর ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো উররেগো আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চীন সফর করবেন।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র মাও নিং এ সফর সম্পর্কে বলেন, কলম্বিয়া লাতিন-আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ। সাম্প্রতিক বছরগুলোতে, চীন-কলম্বিয়া সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে, বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; যা দু’দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে।
জানা গেছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর এটি প্রেসিডেন্ট গুস্তাভোর প্রথম চীন সফর। তাঁর সম্মানে সম্বর্ধনা ও ভোজসভা আয়োজন করবেন প্রেসিডেন্ট সি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।