


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার থুপশহর এলাকা থেকে মঙ্গলবার পূর্বরাত সাড়ে ১১টার দিকে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃতরা হলো উপজেলার থুপশহর গ্রামের মো. আজাহার আলীর ছেলে মো. সুমন হোসেন (২৬), ফেরদৌস হোসেনের ছেলে মো. শয়ন হোসেন, ও মাহমুদপুর গ্রামের মো. রাশেদুল হকের ছেলে মো. আশিক আহমেদ।
র্যাব জানায়, আটককৃত সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিকের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় থুপশহর নামক এলাকা থেকে পূর্ব পরিকল্পনা মোতাবেক গ্রেপ্তার করে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।