


অক্টোবর ২৩: চীনের জাতীয় ডাক ব্যুরো সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সকাল ৭টা ৩৯ মিনিটে ২০২৩ সালে চীনের এক্সপ্রেস ডেলিভারি প্যাকেজ হয়েছে ১০০ বিলিয়ন, যা ২০২২ সালের তুলনায় ৩৯ দিন আগে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে চীনা অর্থনীতির অবিরাম উন্নয়নের প্রবল চালিকাশক্তি ফুটে ওঠে।
এ বছর চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। গত মার্চ থেকে মাসিক এক্সপ্রেসের পরিমাণ ১০ বিলিয়ন ছাড়িয়েছে। এ খাতে মাসিক আয় ৯০ বিলিয়ন ইউয়ানের বেশি, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
চীনের জাতীয় ডাক ব্যুরোর বাজার তত্ত্বাবধান বিভাগের এক্সপ্রেস ডেলিভারি পরিচালনা কেন্দ্রের পরিচালক ইয়াং ফেই বলেন, এগুলো সরবরাহ ও চাহিদা- এই দুই খাতের যৌথ উন্নয়নের সঙ্গে জড়িত। চাহিদার ক্ষেত্রে চীনে ব্যাপক মাত্রার বাজার সুবিধা রয়েছে, ভোক্তা বাজারের অব্যাহত পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে, সামষ্টিক অর্থনীতির ভাল দিকে যাওয়ার প্রবণতা বজায় রয়েছে, যা কার্যকরভাবে সংশ্লিষ্ট শিল্পের ব্যাপকতা বাড়াতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। সরবরাহ খাতে শহর ও গ্রামীণ উন্নয়ন আরও ভারসাম্যপূর্ণ হয়েছে, আঞ্চলিক ব্যবধান বেশ কমেছে এবং অবকাঠামো নির্মাণকাজ আরও সুসম্পূর্ণ হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।