


অক্টোবর ২৩: হাংচৌ চতুর্থ এশীয় প্রতিবন্ধী গেমস রোববার সন্ধ্যায় হাংচৌয়ে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় উপ-প্রধানমন্ত্রী তিংয়ের সঙ্গে এশিয়ার প্রতিবন্ধী অলিম্পিক কমিটির চেয়ারম্যান মজিদ রশিদ এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির চেয়ারম্যান পার্সনস চেয়ারম্যান মঞ্চে উপস্থিত হন এবং দর্শকদের অভিবাদন দেন।
সন্ধ্যায় ৭টা ৪৫ মিনিটে খেলোয়াড়রা দর্শকদের সামনে হাজির হয়। এবার ৪৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদল এবং ৩১০০জনেরও বেশি খেলোয়াড় প্রতিবন্ধী গেমসে অংশ নিয়েছেন। আগামী ছয়দিনের মধ্যে তারা ২২টি বড় ইভেন্টের ৫৬৪টি প্রতিযোগিতায় অংশ নেবেন। গেমসে চীনা প্রতিনিধিদলের ৭২৩জন সদস্য রয়েছেন, তাদের মধ্যে ৪৩৯জন খেলোয়াড় সবগুলো বড় ইভেন্টে অংশ নেবেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।