রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকচীনা নারীদের ১৩তম জাতীয় প্রতিনিধি সম্মেলনে তৃণমূলের সম্মুখ সারির প্রতিনিধিদের হার বেড়েছে

চীনা নারীদের ১৩তম জাতীয় প্রতিনিধি সম্মেলনে তৃণমূলের সম্মুখ সারির প্রতিনিধিদের হার বেড়েছে

অক্টোবর ২২: চীনের জাতীয় নারী ফেডারেশন গতকাল (শনিবার) প্রেস ব্রিফিংয়ে বলেছে, প্রায় এক হাজার ৮শ’ প্রতিনিধি এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ৯০জন বিশেষ প্রতিনিধি এবারে চীনা নারীর ১৩তম জাতীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। ইতোমধ্যে সম্মেলনের বিভিন্ন প্রস্তুতিকাজ সম্পন্ন হয়েছে। দেখা যায়, চীনা নারীদের ১৩তম জাতীয় প্রতিনিধি সম্মেলনে তৃণমূলের সম্মুখ সারির প্রতিনিধিদের হার বেড়েছে।

জানা গেছে, চীনা নারীদের ১৩তম জাতীয় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে অগ্রগতি ও ব্যাপক প্রতিনিধিত্ব প্রকাশ পায়। এতে শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য, বিজ্ঞান, শিক্ষা , চিকিত্সা, ওষুধ ও স্বাস্থ্য এবং সংবাদ প্রকাশনাসহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে। সেই সঙ্গে, তৃণমূল প্রতিনিধির অনুপাত বেড়েছে, বিভিন্ন জাতির বিভিন্ন মহল, বিভিন্ন খাতে নারী শ্রমিক ও বুদ্ধিজীবী নারীর তৃণমূল পর্যায়ের সম্মুখ সারির প্রতিনিধিদের সংখ্যা ১২৪১জন বা ৬৯.২ শতাংশ হয়েছে। গোটা দেশের প্রদেশ, শহর, জেলা ও গ্রামের নারী প্রতিনিধিও রয়েছেন, জেলা ও থানা এবং এর নিম্ন পর্যায়ের তৃণমূলের নারী সংস্থার প্রতিনিধি ৯৬জন, যা ৫.৩ শতাংশ, এটি গতবারের অর্থাত্ চীনা নারীর ১২তম জাতীয় প্রতিনিধি সম্মেলনের তুলনায় ০.৮ শতাংশ বেড়েছে। এবারের সম্মেলনে প্রতিনিধিদের গড় বয়স ৪৭.৭ বছর। এর মধ্যে সর্বোচ্চ বয়স ৮১ বছর এবং সবচেয়ে কম বয়সী ১৯ বছর।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট