


অক্টোবর ২১: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন।
চীনের তৃতীয় ‘বেল্ট অ্যাড রোড’ শীর্ষক আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষ ফোরাম’ সফলভাবে আয়োজনের জন্য চীনকে অভিনন্দন জানান মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই প্রস্তাব আঞ্চলিক আন্তঃসংযোগ এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক বন্ধন জোরদারে সহায়ক, এটি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নে আরও বেশি সুযোগ দেবে। মালয়েশিয়া সবার আগে ‘বেল্ট অ্যাড রোড’ প্রস্তাবে অংশগ্রহণকারী দেশের অন্যতম। দেশটি সবসময় এই গুরুত্বপূর্ণ প্রস্তাবে সমর্থন করে। আগামী বছর চীন ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী, দু’দেশের সম্পর্ক উন্নয়ন আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করে মালয়েশিয়া।
এবারের শীর্ষ ফোরামের সুষ্ঠু আয়োজনে বিশেষ অবদান রাখার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান ওয়াং ই। তিনি বলেন, এ বছর চীন ও মালয়েশিয়ার সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী। আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। মালয়েশিয়ার সঙ্গে ধারাবাহিক বন্ধুত্বপূর্ণ উদযাপনী অনুষ্ঠান আয়োজন করতে চীন ইচ্ছুক বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।