


অক্টোবর ২১: চীনের নিরস্ত্রীকরণ রাষ্ট্রদূত শেন চিয়ান গতকাল (শুক্রবার) ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি সার্বিকভাবে মহাকাশ নিরাপত্তা ইস্যুতে চীনের প্রস্তাবগুলো তুলে ধরেছেন।
তিনি জোর দিয়ে বলেন, মহাকাশের স্থায়ী শান্তি ও নিরাপত্তা রক্ষা করা বিভিন্ন দেশের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে জড়িত। যা গোটা মানবজাতির কল্যাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিভিন্ন দেশের উচিত যৌথ, বহুমুখী, সহযোগিতামূলক ও অবিরাম নিরাপত্তা ধারণা কাজে লাগিয়ে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার করা। যাতে, বিভিন্ন দেশের শান্তিপূর্ণভাবে মহাকাশের ব্যবহারের অধিকার নিশ্চিত করা যায়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।