রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকবেইজিংয়ে প্রেসিডেন্টের সি’র সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাত্

বেইজিংয়ে প্রেসিডেন্টের সি’র সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাত্

অক্টোবর ২১: গতকাল (শুক্রবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাত্ হয়েছে।
স্পিকারের মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট সি। তিনি বলেন, ‘এ বছরের বসন্তকালে ব্রাজিলের প্রেসিডেন্ট চীন সফর করেছেন। আমাদের ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, নতুন সময় চীন ও ব্রাজিলের সম্পর্কের নতুন ভবিষ্যত্ নেতৃত্বে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে। দু’পক্ষের যৌথ প্রচেষ্টায় চীন ও ব্রাজিলের সম্পর্ক অব্যাহত উন্নত হয়েছে, যা যৌথভাবে উদযাপন করা দরকার। চীন ও ব্রাজিলের সম্পর্কের ভবিষ্যত্ উন্নয়নের চেষ্টা চালাতে চীন ইচ্ছুক বলেও জানান প্রেসিডেন্ট সি।
উল্লেখ্য, এটি ব্রাজিলের প্রতিনিধি পরিষদের স্পিকারের প্রথম চীন সফর, যা বিগত দশ বছরে ব্রাজিলের প্রতিনিধি পরিষদের ফেডারেল স্পিকারের প্রথম বেইজিং সফর। এ সফর চীন ও ব্রাজিলের সম্পর্ক উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে বলে প্রেসিডেন্ট সি মনে করেন।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট