


অক্টোবর ২১: গতকাল (শুক্রবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাত্ হয়েছে।
স্পিকারের মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট সি। তিনি বলেন, ‘এ বছরের বসন্তকালে ব্রাজিলের প্রেসিডেন্ট চীন সফর করেছেন। আমাদের ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, নতুন সময় চীন ও ব্রাজিলের সম্পর্কের নতুন ভবিষ্যত্ নেতৃত্বে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে। দু’পক্ষের যৌথ প্রচেষ্টায় চীন ও ব্রাজিলের সম্পর্ক অব্যাহত উন্নত হয়েছে, যা যৌথভাবে উদযাপন করা দরকার। চীন ও ব্রাজিলের সম্পর্কের ভবিষ্যত্ উন্নয়নের চেষ্টা চালাতে চীন ইচ্ছুক বলেও জানান প্রেসিডেন্ট সি।
উল্লেখ্য, এটি ব্রাজিলের প্রতিনিধি পরিষদের স্পিকারের প্রথম চীন সফর, যা বিগত দশ বছরে ব্রাজিলের প্রতিনিধি পরিষদের ফেডারেল স্পিকারের প্রথম বেইজিং সফর। এ সফর চীন ও ব্রাজিলের সম্পর্ক উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে বলে প্রেসিডেন্ট সি মনে করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।