


মোঃ রিয়াজুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষে আয়োজিত কর্মীসভা সফল ও সার্থক করতে উপজেলা সেজেছে এক ভিন্ন সাজে এবং সভাপতি পদ প্রত্যাশী এস এম প্রিন্সের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল (১৪ অক্টোবর) উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে উপজেলা ছাত্রলীগের স্মরণকালের বৃহৎ কর্মীসভা। কর্মীসভা সফল করতে এরই মধ্যে নির্মাণ করা হয়েছে গেইট ও বিশাল প্যান্ডেল। সেই সাথে ব্যানার এবং বিলবোর্ড দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে।
এদিকে শুক্রবার(১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা আ’লীগ কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এতে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ চায়না বাংলাকে বলেন, দুমকী উপজেলা ছাত্রলীগে নতুন নেতৃত্ব দেয়ার লক্ষে এ কর্মীসভার আয়োজন করা হয়েছে।
আসন্ন কমিটিতে কেমন নেতৃত্ব আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে দক্ষতার সাথে দায়িত্ব নিয়ে যে বা যারা কাজ করতে পারবে এবং মাদকমুক্ত-আওয়ামী পরিবারের সন্তানদের হাতেই পবিত্র এ দায়িত্ব দেয়া হবে ।