রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাপলাশবাড়ীর দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত-

পলাশবাড়ীর দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত-

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- শিক্ষার মান উন্নয়নসহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের রুমে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রবিউল ইসলাম রবিসহ অভিভাবকগন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । সমাবেশে ছাত্রছাত্রীসহ এলাকার ২ শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

পরে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১ম,২য় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মায়ের হাতে পুরষ্কার এবং মাসের সেরা ৩ মাকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট