


অক্টোবর ১: আজ (রোববার) চীনে রেলপথে যাত্রীর সংখ্যা ছিল এক কোটি ৭২ লাখ। এদিন মোট ১১ হাজার ৫৭৪টি ট্রেন যাতায়াত করেছে। আগের দিন যাত্রীসংখ্যা ছিল ১ কোটি ৭০ লাখ ৬৬ হাজার। চীনের জাতীয় রেলপথ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, রোববার চীনের মধ্য-শরত্ উত্সব ও জাতীয় দিবসের ছুটির তৃতীয় দিনে ট্রেন যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করা হয়।
এদিকে, চীনের উহানের হানখৌ স্টেশনে ‘হৃদয় থেকে হৃদয় ’ শীর্ষক পরিষেবাকেন্দ্রে মধ্য-শরত উত্সব ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশেষ সেবা দেওয়া হয়। এ সময় যাত্রীদের বিনামূল্যে চা ও পানি এবং উপহার দেওয়া হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।