


সেপ্টেম্বর ৩০: গত ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের উপাচার্য সিয়ে ছুন থাও-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল, গ্রিস সফর করে।
সফরকালে গ্রিসে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনাসংক্রান্ত বিশেষ আলোচনা-সভার আয়োজন করা হয়। সভায় প্রতিনিধিদল নতুন সময়পর্বে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা তুলে ধরে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।