রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকসিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত, সভাপতিত্ব করেছেন সি চিন...

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত, সভাপতিত্ব করেছেন সি চিন পিং

সেপ্টেম্বর ২৯: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো গত বুধবার এক সম্মেলন আয়োজন করে। এতে ‘বিংশ কেন্দ্রীয় কমিটির প্রথম দফার তত্ত্বাবধান ও পরিদর্শনের অবস্থা সংক্রান্ত বহুমুখী রিপোর্ট’ পর্যালোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
সম্মেলনে বলা হয়, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি তত্ত্বাবধান ও পরিদর্শনের কাজে বেশি গুরুত্বারোপ করে। একে পার্টির আত্মবিপ্লব এবং পার্টির সার্বিক ও কঠোর ব্যবস্থাপনার এক কৌশলগত ও ব্যবস্থাগত পরিচালনা হিসেবে চিহ্নিত করা হয়। বাস্তবতা থেকে প্রমাণিত হয়েছে যে, তত্ত্বাবধান ও পরিদর্শনের কাজ হচ্ছে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায়, এটি অব্যাহতভাবে ও গভীরভাবে এগিয়ে নেওয়া দরকার।
সম্মেলনে আরো বলা হয়, তত্ত্বাবধান ও পরিদর্শনের ফলাফল থেকে দেখা যায় যে, রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান, আর্থিক ও ক্রীড়া খাতে পার্টি প্রতিষ্ঠাকাজ এবং সার্বিকভাবে পার্টি পরিচালনাকাজ জোরদার হয়েছে, বিভিন্ন কাজে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে, তবে কিছু সমস্যাও রয়েছে। এতে ‘দুটি চিহ্নিতকাজ’ সংক্রান্ত সিদ্ধান্তমূলক তাত্পর্য দৃঢ়ভাবে উপলব্ধি করতে হবে বলে সম্মেলনে উল্লেখ করা হয়।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট