রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকলাসা নদীর ভূতত্ত্ব এবং ভূমিরূপ

লাসা নদীর ভূতত্ত্ব এবং ভূমিরূপ

নদীর উত্স এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২০০ মিটার উঁচুতে অবস্থিত। এটি একটি সমতল জলাভূমি।
অববাহিকার উত্তর অংশের শিখরগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ থেকে ৫৫০০ মিটার উঁচুতে এবং উপত্যকার নীচের অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ থেকে ৪৫০০ মিটার উঁচুতে অবস্থিত। উচ্চতার পার্থক্য প্রায় ১০০০ মিটার। অববাহিকার দক্ষিণ অংশের শিখরগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ থেকে ৪৫০০ মিটার উঁচুতে এবং উপত্যকার নীচের অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮০ থেকে ৪০০০ মিটার উঁচুতে অবস্থিত।

জলবায়ু
এ নদীর অববাহিকার জলবায়ু ঠান্ডা এবং শুষ্ক। গড় বার্ষিক বৃষ্টিপাত ৪০০ থেকে ৫০০ মিলিমিটার। বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মে (মে-সেপ্টেম্বর) হয় এবং শীতকালে প্রায় তুষারপাত হয় না বললেই চলে। শীতের শেষের দিকে এবং বসন্তে ঘন ঘন ঝড় হয়। গড় তাপমাত্রা জানুয়ারিতে শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং জুলাই মাসে ১৭ ডিগ্রি সেলসিয়াস; চরম তাপমাত্রা -১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।

সামাজিক উন্নয়ন
লাসা নদী হল লাসা শহরের মাতৃনদী এবং লাসার উন্নয়নে এর ব্যাপক প্রভাব রয়েছে। ৬৩৩ খ্রিস্টাব্দে, তুবো রাজা সোংটসেন গাম্পো তিব্বতীয় উপজাতিদের একত্রিত করার পর, রাজধানী লাসা উপত্যকায় স্থানান্তরিত করেন। লাসা নদীর অববাহিকা তখন বিকশিত হয়। তদনুসারে এবং ধীরে ধীরে তিব্বত মালভূমির কেন্দ্রে পরিণত হয়। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, পরিবহন এবং ধর্মের একটি কেন্দ্রীয় এলাকা এটি।

জলাভূমির পাখি
এখানকার ভেজা তৃণভূমি কালো ঘাড়ের সারসের জন্য একটি গুরুত্বপূর্ণ শীতকালীন স্থান। ১৯৮৫ ও ১৯৮৬ সালের শীতকালে প্রায় ১৪০টি কালো-ঘাড়ের ক্রেন পর্যবেক্ষণ করা হয়। ১৯৮৬ সালের মার্চ মাসে, ১০৮টি কালো ঘাড়ের সারস, ১১০টি বার-হেডেড গিজ, ৩৫০টি হাঁস এবং ৩টি লেজযুক্ত সামুদ্রিক ঈগল এই এলাকায় পর্যবেক্ষণ করা হয়। আরও রয়েছে ছোট ও বড় ইগ্রেটস, রঙিন সারস, সাদা-ফ্রন্টেড গিজ, সাধারণ মার্গানসার, কাইট এবং গোশাক।
১৯৮৭ সালের শীতকালে, ১৮৭টি কালো-ঘাড়ের সারস, ৩৮০টি বার-হেডেড গিজ, ২৫৪টি রডি শেলডাক এবং ২৭৬টি বাদামী মাথার গুল গণনা করা হয়।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট