রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাপ্রবীণ দিবসে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রবীণ দিবসে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নওগাঁ প্রতিনিধিঃ আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে নওগাঁয় বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইয়্যুথ স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মো. ফরহাদ রেজা সভাপতিত্বে নওগাঁ সদর থানার ইলশাবাড়ি চন্ডিপুর ইউনিয়নের মির সাহেবের পুকুরের পাশে অবস্থিত বেলাশেষে বৃদ্ধাশ্রমে ইয়্যুথ স্মার্ট ফাউন্ডেশন নওগাঁর আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত মোট ৬১ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

উক্ত রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. জুনায়েদ আলী, সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম এবংবিশিষ্ট সমাজসেবী সৈয়দা মেহেরুন্নেসা ডলি।

সভাপতি ফরহাদ রেজা ও সাধারণ সম্পাদক জুনায়েদ আলী বলেন, কখন কার বিপদ আসবে সেটা কেউ জানেনা। বিপদের সময় যেন রক্তের গ্রুপ নির্ণয় করতে সময় ব্যয় করতে না হয় এবং দ্রুত রুগীকে রক্ত দান করা যায় বা প্রয়োজনে অন্য কারো রক্ত গ্রহণ করা যায় তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তাদের রক্তের গ্রুপ জানা থাকায় তারা উপকৃত হবে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট