রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকচীন ও যুক্তরাষ্ট্রের এশিয়া ও প্রশান্ত মহাসাগর-বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

চীন ও যুক্তরাষ্ট্রের এশিয়া ও প্রশান্ত মহাসাগর-বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৯: চীন ও যুক্তরাষ্ট্রের মতৈক্য অনুযায়ী এবং যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে গত বুধবার চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই তুং ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সহকারী রাষ্ট্রীয় সচিব ডেনিয়াল ক্রিটেনব্রিংকের সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ে বৈঠক করেছেন।
দু’পক্ষ চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি, নিজেদের আঞ্চলিক নীতি এবং অভিন্ন স্বার্থে জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে আন্তরিক, গভীর ও গঠনমূলক আলোচনা করেছেন এবং মতবিনিময় করেছেন।
সুন ওয়েই তুং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান ব্যখ্যা করে জোর দিয়ে বলেন, একচীন নীতি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি। যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল’ এবং দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে চীনের অবস্থানও ব্যাখ্যা করেন তিনি। তিনি উল্লেখ করেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের সুষ্ঠু পারস্পরিক যোগাযোগ দু’পক্ষের যৌথ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা আঞ্চলিক দেশগুলোর যৌথ আকাঙ্ক্ষা।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট