


সেপ্টেম্বর ২৯: চীনের মধ্য শরত্ উত্সব এবং জাতীয় দিবস উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) গণনিরাপত্তা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর সন্তানদের জবাবি চিঠি দিয়েছেন। চিঠিতে সব শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা এবং গণনিরাপত্তায় প্রাণ উত্সর্গকৃত বীরের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
চিঠিতে সি জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা এবং জনগণের সুখ ও শান্তি রক্ষা করা হচ্ছে জনগণের পুলিশের পবিত্র দায়িত্ব। তোমাদের পিতা নিজেদের কাঁধে দায়িত্ব বহন করে নিজেদের প্রাণ উত্সর্গ করেছে। তাঁদের চেতনা চিরদিন সবাইকে মনে রাখতে হবে এবং লালন করতে হবে। শিক্ষার্থীরা বীর পিতাদেরকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে আদর্শ ও বিশ্বাস দৃঢ় করে কঠোর অধ্যয়ন ও প্রশিক্ষণ নেবে বলে আশা করেন প্রেসিডেন্ট সি।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত গোটা চীনে গণনিরাপত্তা সংস্থায় ১৭ হাজার জনগণের পুলিশ দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩৭০০ জনেরও বেশি শহীদের মর্যাদায় পুরস্কৃত হয়েছেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।