


সেপ্টেম্বর ২৯: গতকাল (বৃহস্পতিবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী এবং ইউনেস্কোর মেয়ে শিশু ও নারীর শিক্ষা জোরদার-সংক্রান্ত বিশেষ দূত মাদাম ফেং লি ইউয়ান বেইজিংয়ে ইউনেস্কোর মহাপরিচালক অড্রি আজওলে যৌথভাবে শিক্ষা-পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। তাঁরা প্রথমে চীনের শিশু ও কিশোর তহবিল এবং পাকিস্তানের মেয়ে শিশু শিক্ষা লিগের পুরস্কার বিজয়ী প্রতিনিধিদেরকে পুরস্কার দিয়েছেন।
ফেং লি ইউয়ান তাঁর ভাষণে বলেন, ইউনেস্কোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে বিশেষ করে মেয়ে শিশু ও নারীর শিক্ষা-পুরস্কার স্থাপন করেছে চীন, এটি বিশ্বের মেয়ে শিশু ও নারীর শিক্ষা উন্নয়নে দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে। বর্তমানে মেয়ে শিশু ও নারীর শিক্ষা নতুন পরিস্থিতি, নতুন অনুরোধ, নতুন প্রয়োজনীয়তা এবং নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এতে বিভিন্ন পক্ষের আরও চেষ্টা করা দরকার। নারীদের স্বাস্থ্য শিক্ষা, ডিজিটাল শিক্ষা ও বৈজ্ঞানিক শিক্ষা উন্নত করতে হবে এবং নতুন সময়পর্বে নারীদের সুখী জীবনের ‘সোনালি চাবি’ অনুসন্ধান করতে হবে।
আজওলে ভাষণে ইউনেস্কোকে সবসময় ব্যাপক সহায়তা দেওয়ায় চীন সরকারকে ধন্যবাদ জানান। বিশ্বের মেয়ে শিশু ও নারীদের শিক্ষা ব্রতে উল্লেখযোগ্য অবদান রাখায় অধ্যাপক ফেংকেও ধন্যবাদ জানান তিনি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।