


সেপ্টেম্বর ২৮: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিটির চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি নারী ও শিশু কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, নারী ও শিশু ব্রত হচ্ছে পার্টি ও দেশের ব্রতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অংশ। সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর, নারী ও শিশুর কর্মকাণ্ডে পার্টির নেতৃত্ব সার্বিকভাবে জোরদার হয়েছে। নারী ও শিশুর অধিকার সুনিশ্চিত সংক্রান্ত আইনগত ব্যবস্থা অব্যাহতভাবে সুসম্পূর্ণ হয়েছে। চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক নারী ও শিশু উন্নয়নের পথ অধিক থেকে অধিকতর প্রশস্ত হয়েছে।
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, শক্তিশালী দেশের নির্মাণকাজ এবং গ্রামীণ পুনরুদ্ধার এগিয়ে নিতে নারীরা গুরুত্বপূর্ণ অংশ এবং শিশুরা ভবিষ্যতের নতুন শক্তি। তাই সব স্তরের পার্টি কমিটি ও সরকারগুলোকে নারী ও শিশুদের চেতনার বিকাশ বাড়াতে হবে, নারী ও শিশুদের কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ চেতনা বাড়াতে হবে, লিঙ্গ সমতা এবং শিশুদের অগ্রাধিকার বিকাশের মৌলিক জাতীয় নীতি মেনে চলতে হবে, নারী ও শিশুদের বহুমুখী গুণগত মান বাড়াতে হবে এবং আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ভিত্তি ও প্ল্যাটফর্ম সৃষ্টি করতে হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।