


সেপ্টেম্বর ২৮: ফিলিস্তিন ইস্যুটি আন্তর্জাতিক আলোচ্য কার্যক্রমের অগ্রাধিকার স্থানে রাখতে এবং ‘দুই রাষ্ট্র প্রস্তাব’ এগিয়ে নিতে আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং এ আহ্বান জানান।
নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য ফিলিস্তিন সমস্যা সংক্রান্ত প্রকাশ্য সম্মেলনে কেং শুয়াং বলেন, এ বছর ‘অসলো’ চুক্তি’ স্বাক্ষরের ৩০তম বার্ষিকী। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে ৩০ বছর পর এদিনও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে সংঘর্ষ চলছে। ‘দুই রাষ্ট্র প্রস্তাব’ আজও শুধু কাগজে আটকে রয়েছে এবং এর ভিত্তি লঙ্ঘন করা হচ্ছে। এতে শান্তি সুযোগের আলোচনা বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে দৃঢ় রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা, কার্যকর কূটনৈতিক তত্পরতা এবং সিদ্ধান্তমূলক সামষ্টিক প্রচেষ্টা থাকলেই কেবল মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক পথে ফিরে আসতে পারবে।
মুখপাত্র কেং শুয়াং বলেন, শান্তিপূর্ণ আলোচনা পুনরায় চালুর জন্য আরও বড় মাত্রা আরও ক্ষমতা এবং আরও প্রভাবশালী আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে সমর্থন করে চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।