


সেপ্টেম্বর ২০: বিগত দশ বছরে চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে গোটা চীনের বিভিন্ন প্রদেশ ও শহরের সহায়তা প্রকল্প চালু হয়েছে। সিনচিয়াংয়ে সহায়তা প্রকল্পের মধ্যে রয়েছে স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশুপালন শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প, জাতিগত হস্তশিল্প এবং গ্রামীণ পর্যটন শিল্পসহ স্থানীয় বৈশিষ্ট্যময় শিল্প লালন-পালন করা। এটি সিনচিয়াংয়ের শক্তিশালী অর্থনীতির উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নিয়েছে।
সিনচিয়াং কর্তৃপক্ষের পরিসংখ্যানে বলা হয়, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত, বিগত দশ বছরে সিনচিয়াংয়ে সংশ্লিষ্টদের সহায়তা অর্থের মোট পরিমাণ ১৭০ বিলিয়ন ইউয়ান। এর ৮০ শতাংশ স্থানীয় জেলা ও জেলার তৃণমূল পর্যায়ের জীবিকা উন্নয়নে ব্যবহৃত হয়েছে। যা কার্যকরভাবে সিনচিয়াংয়ের অর্থনৈতিক ও সামাজিক খাতের অবিরাম উন্নয়ন এগিয়ে নিয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।