


সেপ্টেম্বর ১৯: গত ১৬ সেপ্টেম্বর চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমুচি শহরের ‘শুইমোকৌ’ জেলার ‘শি রেন’ কৃষি খামারে প্রথম বড় আকারের পাম্পকিন বা মিষ্টিকুমড়া কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এটি স্থানীয় অনেক অধিবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
জানা গেছে, এবারের কার্নিভালে মিষ্টিকুমড়া কাঁচামাল হিসেবে কাঠঠোকরা, শামুক এবং কুমড়া পিরামিডসহ কয়েক দশকের বড় আকারের শিল্প-কর্ম সৃষ্টি করা হয়েছে। সেই সঙ্গে, চীনের বিভিন্ন স্থানের ৩০টিরও বেশি রকমের কুমড়া এবারের কার্নিভালে প্রদর্শিত হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।