


সেপ্টেম্বর ১৯: গত ১৬ সেপ্টেম্বর উরুমুচি, নাননিং, হুহ্যহাওথ্য, লাসা ও ইনছুয়ান- এই পাঁচটি শহরের শ্রেষ্ঠ শিল্পীদের শতাধিক শিল্পকর্মের প্রদর্শনী উরুমুচির সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, এবারের প্রদর্শনীর সূচক দিক হচ্ছে চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহর। উল্লেখিত পাঁচটি শহরের মধ্যে পর্যায়ক্রমে আন্তঃপ্রদেশ সাংস্কৃতিক বিনিময় তত্পরতা চালু হয়েছে। উরুমুচি হচ্ছে এবারের প্রদর্শনীর চতুর্থ স্টেশন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীটি চলবে। অধিবাসীরা বিনামূল্যে এটি উপভোগ করতে পারবেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।