


সেপ্টেম্বর ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জি-২০ নয়াদিল্লী শীর্ষসম্মেলনের ফলাফল নিয়ে বক্তব্য দেন। তিনি বলেছেন, এবারের সম্মেলনে প্রকাশিত নেতৃবৃন্দের ঘোষণার মাধ্যমে চীনের প্রস্তাব ফুটে উঠেছে।
মাও নিং বলেন, ‘চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং এবারের নয়াদিল্লী শীর্ষসম্মেলনে অংশ নিয়ে সার্বিকভাবে জি-২০ সহযোগিতায় চীনের প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে বিভিন্ন পক্ষকে ঐক্য ও সহযোগিতার চেতনা কাজে লাগিয়ে শান্তি ও উন্নয়নের দায়িত্ব পালন করে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার করা, বৈশ্বিক উন্মুক্তকরণ ও সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্বের অবিরাম উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, জি-২০’র কর্মকাণ্ডে গুরুত্ব দেয় চীন। এবারের নয়াদিল্লী শীর্ষসম্মেলনের প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকাও পালন করেছে চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।