


মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ফেনী প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধান ব্লাড ব্যাংক এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
(১৬ সেপ্টেম্বর) শনিবার বিকাল পাঁচটা পৌরশহরে একটি অভিজাত রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুসন্ধান ব্লাড ব্যাংক এর সভাপতি সাজ্জাদুর রহমান সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অনুসন্ধান ব্লাড ব্যাংকের দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কপিল উদ্দিন।
অনুসন্ধান ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া থানার ওসি তদন্ত মো: ইকবাল হোসেন,অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের সাবেক সভাপতি জেবল হক পোদ্দার।
এই সময় আরো উপস্থিত ছিলেন মোহনা টিভির প্রতিনিধি নিজাম উদ্দিন সজীব, দৈনিক প্রথম সময়ের সম্পাদক ও প্রকাশক কাউসার হামিদ সিকদার পিনু, অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ, এনসিসি ব্যাংকের কর্মকর্তা মোজাম্মেল হক পাটোয়ারী প্রমুখ।
আমন্ত্রিত অতিথিগণ অনুসন্ধান ব্লাড ব্যাংকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, “সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয়ের এই যুগে মাদক ও নানা অসামাজিক কার্যকলাপ পরিহার করে নিজেদের অর্থ ব্যয় করে জনহিতকর, সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে সংগঠনটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ভবিষ্যতে সংগঠনটির যে কোন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন অতিথিবৃন্দ।
সংগঠনটির সাবেক সভাপতি জেবল হক পোদ্দার
বলেন, অনুসন্ধান ব্লাড ব্যাংক ফেনী জেলার অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে ২০১৬ সালের ২০শে আগষ্ট সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের সপ্ন” “মানবতার সেবা” “জয় হোক রক্ত দাতারা” এই স্লোগানকে বুকে ধারণ করে “অনুসন্ধান ব্লাড ব্যাংক ” পদযাত্রা শুরু হয়।
এতে ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব, কুহুমা বাইশ বাড়ি সমাজ কল্যাণ সংস্থা, মধুগ্রাম সলিডারিটি,
খিদমাহ ব্লাড ফাউন্ডেশন, পাঠাননগর আল ইত্তেহাদ ফাউন্ডেশন সহ অনুসন্ধান ব্লাড ব্যাংক এর সদস্যগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।