


সেপ্টেম্বর ১৫: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে এক সম্মেলনে সত্যিকারের বহুপক্ষবাদ কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানকে মানবিক সহায়তা দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের মানবিক অবস্থা উন্নত করা দরকার। এক্ষেত্রে চারটি প্রস্তাব তুলে ধরেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ একতরফা অবরোধ গুরুতরভাবে সংশ্লিষ্ট দেশের গণ-বিভাগের মৌলিক সেবার ওপর প্রভাব ফেলে। যেমন, চিকিত্সা, শিক্ষা ও খাদ্যশস্য সরবরাহ প্রভৃতি। আন্তর্জাতিক সমাজের উচিত এসব ক্ষেত্রে বাধা দূর করে মানবিক সহায়তার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।