


সেপ্টেম্বর ১৫: সম্প্রতি বিভিন্ন সাইবার তথ্য ফাঁস হবার প্রেক্ষাপটে গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, সাইবার নিরাপত্তা হচ্ছে বৈশ্বিক ইস্যু, এই সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সমাজের সহযোগিতা করা দরকার। সাইবার নিরাপত্তা রক্ষা করা বিভিন্ন দেশের যৌথ দায়িত্ব।
তিনি বলেন, সাইবার ও তথ্য নিরাপত্তায় বেশ গুরুত্বারোপ করে চীন সরকার, এতে ধারাবাহিক আইন বিধি কার্যকর করা হয়। এর উদ্দেশ্য ব্যক্তিগত তথ্য রক্ষা করা।
তিনি আরো বলেন, চীন সাইবার নিরাপত্তার দৃঢ় রক্ষক। ‘বৈশ্বিক তথ্য নিরাপত্তা প্রস্তাব’ উত্থাপন করেছে চীন, যা বিশ্বের ডিজিটাল ব্যবস্থাপনায় চীনের অবদান। আন্তর্জাতিক সমাজের সঙ্গে শান্তিপূর্ণ, নিরাপদ, উন্মুক্ত, সহযোগিতামূলক ও শৃঙ্খলাপূর্ণ সাইবার-ব্যবস্থা গড়ে তুলতে অব্যাহতভাবে চেষ্টা করবে চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।