


সেপ্টেম্বর ১৪: গতকাল (বুধবার) চতুর্থ শান্তি উন্নয়ন ফোরাম হংকংয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের ফোরামের মূল্য প্রতিপাদ্য হলো ‘হংকং ও তাইওয়ানের বেসামরিক বিনিময় গভীরতর করা, দু’তীরের সম্পর্কোন্নয়ন বেগবান করা’।
ফোরামে দু’তীরের শান্তিপূর্ণ উন্নয়ন এবং সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন অংশগ্রহণকারী অতিথিরা। আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে দু’তীরের অর্থনৈতিক সহযোগিতা প্রাতিষ্ঠানিক করা, দু’তীরের যৌথবাজার প্রতিষ্ঠা করা, দু’তীরের সম্পর্কোন্নয়ন গভীরতর করায় হংকংয়ের অংশগ্রহণ, হংকং ও তাইওয়ানের তৃণমূল পর্যায়ে বিনিময় বাড়ানো, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে অংশ নেওয়া তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানকে সমর্থন দেওয়া, সক্রিয়ভাবে ফুচিয়ানের দু’তীরের সম্পর্কোন্নয়নের দৃষ্টান্তমূলক এলাকার নির্মাণকাজে অংশ নেওয়া ইত্যাদি।
এবারের ফোরাম দু’তীরের শান্তিপূর্ণ উন্নয়ন যৌথ ফেডারেশনের উদ্যোগে এবং ‘সুন চুং শান’ তহবিল সমিতির সহায়তায় আয়োজন করা হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।