


সেপ্টেম্বর ১৪: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে সুদান ইস্যুতে পর্যালোচনার সময় দ্রুত সুদানের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সুদানের সশস্ত্র সংঘর্ষের অবনতি হওয়ায় নিরীহ নাগরিকদের হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সুদানের জনগণের ভাল বন্ধু ও ভাল অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা প্রকাশ করে যে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত দেশ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব ও মতভেদ দূর করা; যাতে শান্তি ও স্থিতিশীলতা পুনরায় ফিরিয়ে আনা যায়।
তিনি আরো বলেন, সুদান ইস্যুটি হচ্ছে রাজনীতি, ইতিহাস ও উপজাতিসহ বিভিন্ন বিষয়ের ফলাফল। বাইরের চাপিয়ে দেওয়া কষ্ট ও হস্তক্ষেপ সুদান পরিস্থিতি অবনতির প্রধান কারণ। আন্তর্জাতিক সমাজের উচিত এর অভিজ্ঞতা সংগ্রহ করা এবং কার্যকরভাবে সুদানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা।
তিনি জোর দিয়ে বলেন, সুদানের বহু জায়গায় মানবিক পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। এতে উদ্বিগ্ন চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।