


সেপ্টেম্বর ১৪: আলজেরিয়ায় চীনের দূতাবাস এবং আলজেরিয়ার ওরান প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে গতকাল (বুধবার) চীন-আলজেরিয়া অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হয়েছে। আলজেরিয়ায় চীনা রাষ্ট্রদূত লি চিয়ান, আলজেরিয়ার পার্লামেন্ট, সরকারি প্রতিনিধি এবং দু’দেশের বাণিজ্য মহলের দুই শতাধিক প্রতিনিধি এ ফোরামে অংশ নেন।
রাষ্ট্রদূত লি বলেন, চীন ও আলজেরিয়ার আর্থ-বাণিজ্যিক সহযোগিতা উন্নয়নের গতি দ্রুত এবং এর ব্যাপকতা বিশাল। একে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার দৃষ্টান্ত বলে অভিহিত করা হয়। এবারের ফোরামের উদ্দেশ্য- আলজেরিয়ার প্রেসিডেন্টের এ বছরের জুলাই মাসে চীন সফরের ফলাফল বাস্তবায়ন করা, যাতে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর করা যায়।
ওরান প্রদেশের প্রধান তাঁর ভাষণে পুঁজি বিনিয়োগ করতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানান। তিনি বলেন, এ বছর আলজেরিয়া ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী এবং ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব উত্থাপনের দশম বছর। এই দুটি বিষয় আলজেরিয়া ও চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং অবিরাম উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে বলেও জানান তিনি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।