


সেপ্টেম্বর ১৩: আজ (বুধবার) বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গণ-মহাভবনে চীন সফররত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রেসিডেন্ট সি জনাব মাদুরোকে চীন সফরে স্বাগত জানান। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর পঞ্চম চীন সফর উল্লেখ করে জনাব সি চিন পিং বলেন, এর মাধ্যমে চীন ও ভেনিজুয়েলার ভ্রাতৃপ্রতিম মৈত্রী প্রতিফলিত হয়েছে। চীন ও ভেনিজুয়েলা পারস্পরিক আস্থাবান ভাল বন্ধু এবং যৌথ উন্নয়নের উত্তম অংশীদার। চীন সবসময় কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে। দেশের সার্বভৌমত্ব, জাতির মর্যাদা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ভেনিজুয়েলা যে চেষ্টা করেছে, তাতে দৃঢ় সমর্থন জানায় চীন। নিকোলাস মাদুরোর সঙ্গে চীন ও ভেনিজুয়েলা সম্পর্কের সার্বক্ষণিক কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নত করার ঘোষণা দিয়ে আনন্দ প্রকাশ করেন প্রেসিডেন্ট সি চিন পিং। আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উল্লেখ করে জনাব সি বলেন, দু’দেশের সম্পর্কের উন্নয়নে পরিকল্পনা করতে, দু’দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার ও গভীরতর করতে চান তিনি। যা দু’দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণকর হবে এবং বিশ্বশান্তি ও উন্নয়নে নতুন চালিকাশক্তি যুক্ত করবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।